সুশীলরা বিদেশিদের গোলাম: জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৮:০৯ | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০১৭, ১৮:০৫

দেশের সুশীল সমাজের কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘আমাদের সুশীলদের মধ্যে একটি শ্রেণি আছে তাদের কাজ সারা দুনিয়া ঘুরে বেড়ানো। দেশে এসে তাদের আর কোনো কাজ নেই। তারা এনজিও করে, সেমিনার করে, বক্তব্য দিয়ে বেড়ায়। এই এনজিও সেমিনার কার পয়সায় চলে? বিদেশিদের। এটা তাদের ব্যবসা। তারা হচ্ছে বিদেশিদের গোলাম। সমালোচনা না করলে তারা বিদেশ থেকে টাকা আনতে পারবে না। তাদের আয় বন্ধ হয়ে যাবে।’

সোমবার বিকালে রাজধানীতে একটি সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘রাজনীতির সত্য-মিথ্যা ও পদ্মা সেতুর অভিজ্ঞতা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে সুচিন্তা ফাউন্ডেশন।

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করলে অর্থনীতিতে চাপ পড়বে বলে যারা মন্তব্য করেছিলেন তাদের সমালোচনা করে জয় বলেন, ‘যারা অক্সফোর্ডে পড়াশোনা করেছে, যারা ভালো করে বাংলা উচ্চারণ করতে পারে না তারা বলে এতে অর্থনীতিতে চাপ পড়বে। এটা কীভাবে বলে তারা?’

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে জানিয়ে জয় বলেন, ‘বিশ্বে আমাদের অর্থনীতি এখন ৩৩তম। কারণ আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। একের পর এক ষড়যন্ত্র মোকাবেলা করছি। ষড়যন্ত্র কখনো শেষ হয় না। এটা রাজনীতির বাস্তবতা।

সুশীলদের উচ্চাভিলাসের সমালোচনা করে প্রধানমন্ত্রীর ছেলে বলেন, ‘সুশীলদের একটা রূপ আছে, তারা মনে করে আমরা তো উচ্চ শিক্ষিত, ইংরেজি বলি, বিদেশিদের সঙ্গে খাতির, এত টাকা-পয়সা বানিয়েছি এখন দরকার ক্ষমতা। কিন্তু মানুষের ভালোবাসা ছাড়া ক্ষমতায় আসা যায় না।’

সুচিন্তা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘পঁচাত্তরের পর থেকে যে অপপ্রচার এটা কিন্তু আগে মোকাবেলা হতো না। আমরা একটু লাজুক ছিলাম। এখন মিথ্যার মোকাবেলার জন্যই আমাদের জোর গলায় সত্যকে তুলে ধরতে হবে।’

জয় বলেন, ‘এমনও দেখেছি, নামকরা পত্রিকার এডিটোরিয়ালে লিখেছে আওয়ামী লীগ করেছে, কিন্তু এটা এত বলার কী দরকার। এর কারণ হলো তারা জানে আওয়ামী লীগ বলতে থাকলে তাদের কথা আর কেউ বিশ্বাস করবে না।’

উপস্থিত সবার উদ্দেশ্যে জয় বলেন, ‘নিজের দেশের ওপর আত্মবিশ্বাস কোনোদিন হারাবেন না। বিদেশিদের সার্টিফিকেট ছাড়া আমরা চলতে পারি। আমরা ভালোই চলি। আমরা তাদের সমান সমান। আমরা কাউকে পরোয়া করি না।’

জয় আরও বলেন, ‘কী সত্য কী মিথ্যা সেটা বুঝতে আমাদের বিদেশিদের সার্টিফিকেটের প্রয়োজন হয় না। সত্য মিথ্যার যাচাই আমরাই করতে পারি। আত্মবিশ্বাস না থাকলে বিদেশির কাছে হাত পেতে থাকতে হয়।’

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

এই বিভাগের সব খবর

শিরোনাম :