ময়মনসিংহে নিখোঁজ শিশুর লাশ মিলল নদীতে

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৭, ১৮:২০

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ২২ ঘণ্টা পর নদী থেকে উদ্ধার করা হয়েছে সাত বছর বয়সী শিশু সেজাদের মরদেহ। সোমবার দুপুর একটার দিকে কলমদারী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গতকাল রবিবার বিকাল তিনটার দিকে বাসার পাশ দিয়ে বয়ে যাওয়া কলমদারী নদীর পাড় থেকে নিখোঁজ হয় শিশুটি। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালেও ফায়ার সার্ভিস শিশুটির সন্ধান পায়নি।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বৈলজান গ্রামের কাপড় ব্যবসায়ী হযরত আলী স্থানীয় শিবগঞ্জ বাজারে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। তার ছেলে বুদ্ধি প্রতিবন্ধী সেজাদ রবিবার বিকালে নদীর পাড়ে যাওয়ার পর নিখোঁজ হয়।

অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা নদীর পাড়ে সেজাদের এটি জুতা পড়ে থাকতে দেখে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে ৩০ মিনিটের মতো অভিযান চালিয়ে চলে যায়।

সোমবার স্থানীয় লোকজন শিশুটির সন্ধানে নদীতে আবারো তল্লাশি শুরু করে। এর একপর্যায়ে কামরুল ইসলাম নামে এক যুবক তার মরদেহ উদ্ধার করে। পরে বাদ আসর জানাজা শেষে নিজ বাড়িতে দাফন হওয়ার কথা রয়েছে তার।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ময়েজ উদ্দিন তরফদার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকাটাইমস/২৩অক্টোবর/প্রতিনিধি/এমআর