ডাবল মার্ডার: আরো দুইজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০১৭, ২০:২৬

নারায়ণগঞ্জে ফতুল্লার কাশীপুরে ডাবল মার্ডারের ঘটনায় আরো দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের মধ্যে মাহবুব এজাহারভুক্ত ও নিজামুদ্দিন রুবেলকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ নিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকালে বাবুরাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

গ্রেপ্তার মাহবুব বিকালে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশেক ঈমামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

মামলার তদন্তকারী অফিসার এসআই মাসুদ রানা জানান, গ্রেপ্তার আবুলকে জিজ্ঞাসাবাদ করে নতুন এই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

এর আগে আরো চার আসামি গ্রেপ্তার হয়। তার তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ। ইতোমধ্যে তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করা হয়েছে।

১২ অক্টোবর রাতে কাশীপুরের হোসাইনি নগর এলাকাতে একটি রিকশার গ্যারেজে সশস্ত্র হামলাকারীরা কুপিয়ে তুহিন হাওলাদার মিল্টন ও পারভেজ আহমেদ নামে দুইজনকে হত্যা করা হয়।

নিহত পরিবারগুলোর পক্ষে মামলা না হওয়ায় শনিবার ১৪ অক্টোবর দুপুরে ফতুল্লা মডেল থানার এসআই মোজাহারুল ইসলাম বাদী হয়ে ওই মামলাটি করেন।

মামলায় আসামি করা হয়েছে এক নং বাবুরাইলের শুক্কুর মিয়ার বাড়ির ভাড়াটিয়া জাহাঙ্গীর বেপারী, ১নং বাবুরাইল তারা মসজিদ এলাকার বাপ্পী, রবিন, রকি, ভূইয়াপাড়া এলাকার আমান, বাবুরাইল শেষমাথা এলাকার শহিদ, বাবুরাইল তারা মসজিদ এলাকার আসলাম, বাবুরাইল ঋষিপাড়া এলাকার মাহাবুব, শিপলু ও রাসেল, বাবুরাইল এলাকার মুক্তা, পাইকপাড়া জিমখানা ডিমের দোকান এলাকার শরীফ, বাবুরাইলের রানা, বাবুরাইলের কিরণ, মানিক, ফয়সাল, বন্দর এলাকার রাব্বি, ১নং বাবুরাইলের সোহাগ, বাবুরাইল শেষমাথা এলাকার রাকিব, বাবুরাইল ঋষিপাড়া এলাকার রাজন, বাবুরাইল এলাকার রিকশা আবুল, একই এলাকার ফরহাদসহ অজ্ঞাত আরো ১শ থেকে ১২৫ জনকে।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :