বৃষ্টিতে কিশোরগঞ্জে ব্যাপক ক্ষতি

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০১৭, ২১:৩৮

কিশোরগঞ্জের হাওরাঞ্চলসহ বিভিন্ন উপজেলায় মানুষ পানিবন্দি হয়ে রয়েছে। সেই সাথে অতি বৃষ্টিতে পুকুর ও বিলের মাছ ভেসে গেছে। গাছপালা ও আমন ধানের জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কয়েকদিনের টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে এ ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানা গেছে। বন্যার পানিতে রোপা আমনের জমিতে পানি প্রবেশ করায় চারা পচে যেতে পারে বলে ধারণা করছেন কৃষকরা।

ভেসে গেছে কয়েক হাজার পুকুরের মাছ। চরম খাদ্য সংকটে পড়েছে গবাদি পশু। আর ঘরের ভেতর বন্যার পানি প্রবেশ করায় পানিবন্দি মানুষও রয়েছে চরম আতঙ্কে।

কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চেয়ারম্যান মো. মনসুর আলী জানান, আমার ভাস্করখিলা বিলে ও পচা বিলের ২০ একর পুকুরে পানিতে তলিয়ে গেছে। পুকুরের সব মাছ চলে গেছে পানিতে ভেসে। এতে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :