রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০১৭, ২২:০৮
প্রতীকী ছবি

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জোনায়েদ নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সে গত দু’দিন ধরে নিখোঁজ ছিল। সোমবার বিকালে তারাব পৌরসভার নোয়াপাড়া টেক্সটাইল মিলের চালের উপড় থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

প্রসঙ্গত, ইতোপূর্বে একই স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছিল।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন শিক্ষার্থীর পরিবারের বরাত দিয়ে জানান, মাদ্রাসা শিক্ষার্থী জোনায়েদ গত দুই দিন ধরে নিখোঁজ ছিল। তার পরিবার বহু জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। সোমবার বিকালে নোয়াপাড়া ফয়সাল টেক্সটাইল মিলের শ্রমিকরা উৎকট গন্ধ পেয়ে বিষয়টি মিলের মালিককে জানান। পরে টেক্সটাইল মালিক মিলের চালের উপর ফয়সালের লাশ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানালে তারা তা উদ্ধার করে।

স্থানীয়রা জানান, আগেও একই স্থানে বিদ্যুতায়িত হয়ে স্থানীয় এক তরুণের মৃত্যু হয়েছিল। তারপরও বিদ্যুৎ বিভাগ তার অন্যত্র সরিয়ে নেয়নি।

এ ব্যাপারে জানতে তারাব পল্লী বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজার সেলফোনে বহুবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :