আশ্বিনীর পাড়ে

মিনহাজ ইসলাম লিও
| আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ০৮:০৪ | প্রকাশিত : ২৪ অক্টোবর ২০১৭, ০৭:০২

''আশ্বিনীর পাড়ে'' —— মিনহাজ লিও

শহর সব হলে মহাসাগর হয়ে যাবে

সব রোদ দরকারে মেঘ খেয়ে নেবে--

ওরে রে রে আবহাওয়াবিদ

বন্ধ কর এ জোর; শোন না তুই একটুখানিক ফিনিক পাখির পিনিক শোর ।।

পাবলিক লাইব্রেরির ঈশান কোণে

গড়ণে চিন্তিতযানে, ওড়নাই পসরা মাটি ছুঁইছুঁই,

বাতাস কাঁপে, নিঃশ্বাস থামে

তার ওষ্ঠ চুইচুই ।।

কত শব্দ অত পৃষ্ঠা যত

মনে হতে পারে সে অন্তিম অধ্যয়নরত--

মহাদেশ পার হয়ে আসা ঐ অক্ষরগুলি

চশমার হরিণীতে এক ভুবন পেছানো বালি;

এতো আহ্নিক-বার্ষিক গতিপথ পার হয়ে যে এলে

ধুলোজমা সেইসব বইসব ই রেখেছে সে মেলে--

ওরে রে রে আবহাওয়াবিদ

বন্ধ দরজা ভেঙে ছড়িখানা তুলে রেখে--

যা সেথা তুই আজ কোন ছুটির দিন ভেবে নিয়ে,

তাও, ব্রহ্মাণ্ডে যদি আবার একবার আদম-ইভ মেলে ।।

তথ্য-প্রযুক্তি শিক্ষার্থী, গণমাধ্যম ও সাহিত্যকর্মী ২১.১০.২০১৭ (রাত্রি) ইস্কাটন, ঢাকা

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :