ভারতে বিমানে স্যামসাংয়ের ফোন বিস্ফোরণ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ অক্টোবর ২০১৭, ১১:৫৬

ফের বিমানে বিস্ফোরিত হলে স্যামসাংয়ের ফোন। ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লীর একটি বিমানে। ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গত শুক্রবার স্যামসাংয়ের একটি ফোন দিল্লী-ইন্দ্রো জেট এয়ারওয়েজের ফ্লাইটে বিস্ফোরিত হয়। এতে করে বিমানের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। যদিও বিমানটি সফলভাবে অবতরণ করতে সক্ষম হয়।

জানা যায়, অর্পিতা ঢাল নামের এক নারী যাত্রীর স্যামসাং গ্যালাক্সি জে বিস্ফোরিত হয়েছে। তিনি ও ওই ফোনটি আরও দুইটি ফোনের সঙ্গে একটি ব্যাগে ভরে বিমানের সিটের নিচে রেখে দিয়েছিলেন। সেখানেই ফোনটি বিস্ফোরিত হয়। এই ঘটনায় স্যামসাংয়ের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হিন্দুস্থান টাইমস জানিয়েছে, বিমান আকাশে ওড়ার ১৫ মিনিট পর ওই যাত্রীর ব্যাগ থেকে ধোঁয়া বের হতে থাকে। তখন তিনি কেবিন ক্রুদের ডাকেন। ক্রুরা এসে ফোনটি ব্যাগ থেকে বের করে পানি ভর্তি ট্রে তে রাখেন। এতে করে ফোনটি থেকে ধোঁয়া ওঠা বন্ধ হয়।

জেট এয়াওয়েজের এক মূখপাত্র ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘নিয়মনীতির মধ্যে থেকেই আমরা ঘটনাটি নিয়ন্ত্রণে আনি।’

গত বছর স্যামসাংয়ের নোট সেভেন বিস্ফোরণ কেলেঙ্কারির পর্যায়ে যায়। তখন প্রতিষ্ঠানটি এই ফোন বাজার থেকে তুলে নিয়ে এর উৎপাদনই বন্ধ করে দেয়।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :