প্রকাশক দীপন হত্যা মামলার প্রতিবেদন দাখিল হয়নি

প্রকাশ | ২৪ অক্টোবর ২০১৭, ১৩:১৭

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস

জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় প্রতিবেদন দাখিল হয়নি। মঙ্গলবার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী প্রতিবেদন দাখিলের জন্য ২১ নভেম্বর নতুন তারিখ ধার্য করেছেন।

২০১৫ সালের ৩১ অক্টোবর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনার কার্যালয়ে ঢুকে দীপনকে হত্যা করে জঙ্গিরা। ওই ঘটনায় দীপনের স্ত্রী রাজিয়া রহমান রমনা থানায় হত্যা মামলা করেন।

মামলাটিতে গ্রেপ্তার তিন আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন। তারা হলেন, আনসার উল্লাহ বাংলাটিমের সদস্য খায়রুল ইসলাম, আব্দুস সবুর ও মঈনুল হাসান শামীম।

লেখক, ব্লগার, প্রকাশক, ভিন্নমতাবলম্বীসহ অন্তত ১০ জনকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ২০১৬ সালের মে মাসে পুলিশ আনসারুল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন ছয় জঙ্গির ছবি প্রকাশ ও পুরস্কার ঘোষণা করে ডিএমপি। ওই ছয়জনের মধ্যে শামীম নাম ছিল।

ঢাকাটাইমস/২৪অক্টোবর/আরজে/এমআর