জুলহাস-তনয় হত্যা মামলার প্রতিবেদন দাখিল পেছাল

প্রকাশ | ২৪ অক্টোবর ২০১৭, ১৩:৫৬

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস

সমকামীদের অধিকার বিষয়ক পত্রিকা ‘রূপবান’ এর সম্পাদক জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যা মামলায় পুলিশ প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ২১ নভেম্বর নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্তকারী কর্মকর্তারা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাহামুদা আক্তার নতুন তারিখ ধার্য করেন।

২০১৬ সালের ২৫ এপ্রিল কলাবাগান লেক সার্কাস লাল ফকিরের মাজার এলাকায় ৩৫ নম্বর আছিয়া নিবাসের দ্বিতীয় তলায় খুন হন জুলহাস ও তনয়। এদের মধ্যে জুলহাস সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাতো ভাই। তিনি মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল অফিসার ও ইউএস এইডে কর্মরত ছিলেন। নিহত তনয় জুলহাসের বন্ধু ও নাট্যকর্মী।

ওই ঘটনায় কলাবাগান থানায় জুলহাসের বড় ভাই মিনহাজ মান্নান ইমন একটি মামলা করেন।

মামলাটিতে রাশিদুল নবী ও শরিফুল ইসলাম ওরফে শিহাব নামে দুইজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকে তারা কারাগারে আছেন।

ঢাকাটাইমস/২৪অক্টোবর/আরজে/এমআর