কালীগঞ্জে নিয়ামতপুর ইউনিয়নকে মডেল ঘোষণা

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ অক্টোবর ২০১৭, ১৮:২৪

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৪নং নিয়ামতপুর ইউনিয়নকে বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য মডেল ইউনিয়ন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নিয়ামতপুর ইউনিয়ন কার্যালয়ে সমন্বয় সভায় নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ রনি লস্কর এ ঘোষণা দেন।

এ উপলক্ষে নিয়ামতপুর ইউনিয়ন পরিষদ ও বাংলাদেশ নিরাপদ খাদ্য নেটওয়ার্কের যৌথ উদ্যোগে সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ। বিশেষ অতিথি ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা শাহিন আহমেদ, উপজেলা কৃষকলীগ সভাপতি আবুল কালাম আজাদ, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডে প্রোগ্রাম অফিসার এস এম শাহীন হোসেন, হাফিজুর রহমান।

এছাড়াও সভায় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনকারী ২০০ জন কৃষক-কৃষাণী, স্কুলের শিক্ষক, সমাজকর্মীরা, উন্নয়নকমী উপস্থিত ছিলেন।

আগামীতে নিয়ামতপুর ইউনিয়নের প্রতিটি গ্রামের প্রতিটি বাড়িতে যাতে বিষমুক্ত সবজি বা খাদ্য উৎপাদন করা যায় তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :