রংপুরে ৩১৩টি অস্ত্র উদ্ধার

রংপুর ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১৮:৪১ | প্রকাশিত : ২৪ অক্টোবর ২০১৭, ১৮:২৭

রংপুর জেলা প্রশাসকের জাল সই, ভুয়া পুলিশ ভেরিফিকেশন এবং ব্যাকডেটে কাগজপত্র তৈরি করে লাইসেন্স দেয়া চার শ অস্ত্রের মধ্যে ৩১৩টি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার বিকালে দুদক এর রংপুর সমন্বিত জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ডিসি অফিসের জিএম শাখার অফিস সহকারী সামছুল দীর্ঘদিন থেকে ভুয়া কাগজপত্র তৈরি ও জালিয়াতি করে চার শ অস্ত্রের লাইসেন্স দিয়েছিলেন। বিষয়টি প্রকাশ পেলে ওই ঘটনার মূল হোতা সামছুলকে চলতি বছরের ৬ জুলাই গ্রেপ্তার করা হয়। আদালতে দুই দফায় রিমান্ড নিয়ে এর সাথে জড়িত সহযোগী আব্দুল মজিদকেও গ্রেপ্তার করে পুলিশ। পরে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে দুদক কর্মকর্তার ৫ ধাপে ৩১৩টি অস্ত্র উদ্ধার করে। এর মধ্যে শর্টগান ২৪৮টি এবং একনলা বন্দুক ৬৫টি। এসব অস্ত্র ছাড়াও তিন হাজার ৫৩০টি কার্তুজ রয়েছে। এসব অস্ত্র আদালতের মাল খানায় জমা রয়েছে।

দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আতিকুর রহমান জানান, ঘটনার মূল হোতা সামছুল ইসলামসহ সংশ্লিষ্টদের নামে মামলা হয়েছে। যেসব অস্ত্র এখনো উদ্ধার হয়নি তা উদ্ধারে চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/আরআই/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :