সুইপার কলোনির শিশুদের মাঝে কিশোরগঞ্জ সদরের ইউএনও

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ অক্টোবর ২০১৭, ২১:০৪

কিশোরগঞ্জের সুইপার কলোনির শিশুদের বই ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

মঙ্গলবার বিকালে শহরের রথখলার সুইপার কলোনিতে উপস্থিত হয়ে এ আর্থিক সহায়তা দেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাসউদ। পরে টিআইবির সহায়তায় শিশুদের মধ্যে ‘বর্ণমালায় নীতিকথা’ নামে বই বিতরণ করা হয়।

এসময় মেঘনা ব্যাংকের জেনারেল ম্যানেজার মামুন আহমেদ, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংবাদিক আমিনুল হক সাদী, সাংবাদিক শফিক কবীর, আশরাফ আলী প্রমুখ।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাসউদ জানান, সমাজের অনগ্রসর হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এরই অংশ হিসেবে তাদের মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেয়া হয়েছে। এছাড়াও সুপেয় পানি ব্যবহারের জন্য সুইপার কলোনিতে টিউবয়েল দেয়া হয়েছে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :