ফরিদপুরে ধানকাটা নিয়ে সংঘর্ষে নিহত ১

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০১৭, ১৫:৩২

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের গুরদিয়া এলাকায় ধানকাটা নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো আটজন।

বুধবার সকাল ৬টার দিকে খলিল মোল্লার লোকদের সাথে ইলিয়াসের লোকদের সংঘর্ষে এই সংঘর্ষ হয়।

নিহত শামচুল আলম বোয়ালমারী উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক ছিলেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, একই পরিবারের মধ্যে ধানকাটা নিয়ে দ্বন্দ্বেই এই হত্যার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, খলিল মোল্লা ও ইলিয়াস মোল্লা চাচাতো ভাই। ইলিয়াস মোল্লা গংরা খলিল মোল্লার ভাই কুদুসের ধান কেটে নিয়ে যায়। এই ঘটনায় বুধবার সকালে শামচুল আলম আলমসহ অন্যরা ইলিয়াসের বাড়িতে গিয়ে ধান কাটার কারণ জানতে চাইলে সংঘর্ষ বাঁধে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে শামচু গুরুত্ব আহত হন। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

গুনবহা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাড. সিরাজুল ইসলাম জানান, জমি-জমা নিয়ে একই পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলে আসছিল।

তিনি বলেন, সকালে ধানকাটা কেন্দ্র করে নিজেরা সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। এতে শামচুল আলম মারা যায়, আহত হয় আরো ৮জন। তাদের মধ্যে টিটো, হেমায়েত, ইলিয়াস, শাহজাহান এবং ওমর আলীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা বোয়ালমারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চিকিৎসক স্বপন কুমার জানান, শামচুল আলমকে আহত অবস্থায় ফমেকে ভর্তি করা হয়।

তিনি বলেন, তার পেটের ডান পাশে গুরুত্বর জখম থাকায় অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :