সৈয়দপুরে ভেজাল সার-যন্ত্রপাতি জব্দ

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০১৭, ১৭:৫৯

নীলফামারীর সৈয়দপুরে বুধবার দুপুরে ভেজাল সার কারখানার সন্ধান মিলেছে। সেখানে অভিযান চালিয়ে মোড়ক, প্রক্রিয়াজাতকরণ মেশিন, বালু, ভেজাল সার, যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।

সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ায় আমিরুল ইসলাম বাবু জনৈক ব্যক্তি নিজ বাড়িতে থাই জিপসাম সার কারখানায় ভেজাল সার তৈরি করে দামি কোম্পানির মোড়কে বাজারজাত করে আসছিলেন।

গোপন সংবাদে খবর পেয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বজলুর রশীদ কারখানায় অভিযান চালান। এসময় তার সাথে সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা হোমায়রা মন্ডল ছিলেন।

অভিযানের খবর পেয়ে ভেজাল সার কারখানার মালিক পালিয়ে যায়।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বজলুর রশীদ জানান, ভেজালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সেটি সার হোক আর অন্যান্য পণ্যই হোক। তিনি এসব কাজে সকলের সহযোগিতা কামনা করেন।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :