যুবলীগ নেতা হত্যা মামলায় যুবদল-ছাত্রদলের ১৯ নেতাকর্মী কারাগারে

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০১৭, ১৯:০৫

লক্ষ্মীপুরের রায়পুরে যুবলীগ নেতা মিরাজ হোসেন হত্যা মামলায় উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এমরান হোসেনসহ যুবদল ও ছাত্রদলের ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার দুপুরে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এমরান হোসেনসহ আসামিরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. একেএম আবুল কাশেম তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেয় তারা। আসামিরা হলেন- যুবদল নেতা নাজু, ইকবাল হোসেন, আরমান হোসেন, সোহাগ, ইউসুফ আঠিয়াল, মোহাম্মদ আলী, বাচ্চু মিয়া, শ্যামল শাকিল আহম্মদ, শাহজাহান, আবুল হাসেম, আবদুল মান্নান ও শাহ আলম।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর মো. জসিম উদ্দিন ও আসামিদের আইনজীবী মো. মনিরুল ইসলাম হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।

২০১২ সালের ১৯ অক্টোবর রাতে রায়পুর উপজেলা কেরোয়া এলাকায় যুবলীগ নেতা মিরাজ হোসেনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় পরের দিন রায়পুর থানায় মিরাজ হোসেনের মা রানী বেগম উপজেলা যুবদলের সভাপতি সফিকুল আলম আলমাস ও সাধারণ সম্পাদক এমরান হোসেনসহ ৪০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :