ঝিনাইদহে আ.লীগের হরতালবিরোধী মিছিল

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০১৭, ২১:১৭

ঝিনাইদহ জেলা বিএনপির ডাকা অর্ধ দিবস হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার রাতে পৌর সভার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র সাইদুল করিম মিন্টুসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

বক্তারা বৃহস্পতিবার বিএনপির ডাকা হরতালে সাড়া না দিতে সকল শ্রেণীপেশার মানুষকে আহ্বান জানান।

অপরদিকে, হরতালের প্রতিবাদে কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা ও জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক কাজী মিলনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে সমাবেশ হয়।

সমাবেশ থেকে হরতালের তীব্র প্রতিবাদ জানানো হয়।

প্রসঙ্গত, বুধবার সকালে দুর্নীতির মামলায় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমানের ১০ বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেন যশোরের বিশেষ জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঝিনাইদহে হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :