এফবিসিসিআইকে বিনিয়োগ ফোরাম গঠনের আহ্বান বিমসটেকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০১৭, ২২:৪৩

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকনোমিক কোঅপারেশন (বিমসটেক) নেতারা বুধবার এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে বিমসটেক সদস্য দেশগুলোর উদ্যোগে একটি ‘বাণিজ্য ও বিনিয়োগ ফোরাম’ গঠনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান সংগঠনটি।

বুধবার এফবিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ- ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিমসটেক নেতারা এফবিসিসিআইকে এ অনুরোধ জানান।

শফিউল ইসলাম বিমসটেক প্রতিনিধিদলকে দেশের বর্তমান অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে অবহিত করেন করেন। তিনি বিমসটেক সদস্য দেশগুলোর ব্যবসায়ী নেতৃবৃন্দদের এ দেশগুলোতে ভ্রমণের জন্য ‘ট্রাভেল কার্ড’ প্রচলনের বিষয়টি উল্লেখ করেন।

বিমসটেক প্রতিনিধিদলের নতৃত্ব দেন সংগঠটির মহাসচিব এম. শহিদুল ইসলাম। বিমসটেক মহাসচিব এম. শহিদুল ইসলাম পরিচালক পঙ্কজ হাজারিকা এবং এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত মহাসচিব হোসেইন জামিলও আলোচনায় অংশ নেন।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :