নোয়াখালী আমাউমেক শিক্ষার্থীদের হোস্টেল ছাড়ার নির্দেশ

জেলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০১৭, ১০:২৬

নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ (আমাউমেক) শাখা ছাত্রলীগের সভাপতি মনির হোসেনের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে সৃষ্ট সমস্যার কারণে অনির্দিষ্টকালের জন্য কলেজের আবাসিক হোস্টেল বন্ধ ঘোষণা করেছে কৃর্তপক্ষ। একই সাথে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে ছাত্র/ছাত্রীদের হোস্টেল ত্যাগের নির্দেশও দেয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।

আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. গোতম বাপ্পা বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ছাত্র-ছাত্রীদের হোস্টেল বন্ধ থাকবে এবং কলেজ বন্ধের ব্যাপারে বৃহস্পতিবার সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে সংঘর্ষ ও কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি মনির হোসেনের ওপর হামলা ঘটনায় জড়িত থাকায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলেজ শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ও মেডিসিন ক্লাবের সভাপতি পঞ্চম বর্ষের ছাত্র জাবেদ মুন্না, কলেজ হোস্টেলের সাধারণ সম্পাদক ও মেডিসিন ক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলামকে বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :