ঝিনাইদহে বিএনপির হরতালে জীবনযাত্রা স্বাভাবিক

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০১৭, ১২:৫৬

ঝিনাইদহে বিএনপির ডাকা আধাবেলা হরতালে জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। স্কুল-কলেজ, অফিস-আদালতসহ শহরের প্রায় সব দোকানপাট খোলা রয়েছে। দূরপাল্লাসহ অভ্যন্তরীণ রুটে আগের মতই যানবাহন চলাচল করতে দেখা গেছে।

হরতাল ডাকা হলেও সকাল থেকে মাঠে দেখা যায়নি বিএনপির কোনো নেতাকর্মীকে।

দুর্নীতির মামলায় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মশিউর রহমানের ১০ বছরের কারাদণ্ডাদেশ ও তার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল ডাকা হয়। তবে বিশৃঙ্খলা ও নাশকতা এড়াতে শহরের মোড়ে মোড়ে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

এদিকে, হরতালের প্রতিবাদে সকালে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোস্টঅফিস মোড়ে সমাবেশে মিলিত হয়।

সেখানে জেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, গোলাম সরোয়ার সউদ, অশোক ধর, শহিদুল ইসলাম হিরণ প্রমুখ বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :