পানিতে ডুবে জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০১৭, ১৬:৩৪

গাজীপুরের শ্রীপুরের মাওনা উত্তরপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে নাদিম নামে এক জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মাওনা উত্তরপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। স্থানীয় হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় থেকে আসন্ন জেএসসি পরীক্ষা অংশগ্রহণ করার কথা ছিল তার।

বৃহস্পতিবার দুপুর একটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনার জপ্তারপুকুরে তার লাশ খুঁজে পায় স্বজনরা। সে বুধবার রাত থেকে নিখোঁজ ছিল।

নিহতের বাবা আব্দুল জলিল বলেন, বুধবার সন্ধ্যায় নাদিম বাড়ি থেকে তার বাবার ব্যবসাপ্রতিষ্ঠান এমসি বাজারে যায়। সেখানে কিছুক্ষণ অবস্থান করে বাড়ির উদ্দেশ্যে দোকান ত্যাগ করে। রাত দশটার দিকে তার বাবা দোকান বন্ধ করে বাড়ি গেলে পরিবারের লোকজন জানায়, নাদিম বাড়ি ফেরেনি। এসময় তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। স্থানীয়রা মহাসড়কের পাশের জপ্তার পুকুরের পাড়ে তার ব্যবহৃত জুতা দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেয়। পরে স্বজনেরা পুকুরে তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করে।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :