মেয়েকে নিয়ে মায়ের অপহরণ মামলা, ছেলের বাড়ি থেকে উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০১৭, ১৯:০১

জয়পুরহাটের চকশ্যাম গ্রামের বয়েন উদ্দীনের কন্যা মল্লিকা বেগমের করা অপহরণ মামলার ভিকটিম তার কন্যা মনিরা খাতুনকে পুলিশ তার সহোদর মনিরুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার করেছে।

মামলার বিবরণে জানা যায়, বাদিনী মল্লিকা বেগম বিদেশ থাকা অবস্থায় মামলার আসামিরা তার কন্যা মনিরা খাতুনকে বিদেশে চাকরি দেবে বলে তিন লাখ টাকা নেয় এবং আসামিরা মনিরাকে অজ্ঞাত স্থানে অপহরণ করে রাখে। এ মামলা প্রথমে জয়পুরহাট ’ক’ অঞ্চলে আমলি আদালতে করলে আদালত মামলাটি আইনগত ব্যবস্থা করার জন্য জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। মামলাটি থানা পুলিশ রেকর্ড করেন। এই মামলার তদন্তকারী কর্মকর্তা রিয়াজুল ইসলাম বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় পাঁচবিবি উপজেলা জয়দেবপুর গ্রামের মনিরার সহোদর বড় ভাই মনিরুল ইসলামের বাড়ি থেকে অপহৃত মনিরাকে উদ্ধার করে। মনিরা পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে, আমাকে কেউ অপহরণ করেননি। আমি দীর্ঘদিন থেকে আমার আপন বড় ভাই মনিরুল ইসলামের বাড়িতে বসবাস করছি।

কে বা কারা আমাকে উদ্ধারের মামলা করেছেন এ ব্যাপারে আমি কিছুই জানি না।

মামলার তদন্তকারী কর্মকর্তা রিয়াজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে মামলার আসামি শিউলি বেগম ও সাহেদ আলী জানান, গ্রামের পারিবারিক শত্রুতার জের ধরে আমাদের এই মামলায় ফাঁসিয়েছে।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :