শেরে বাংলার নামে পদ্মাসেতুর নামকরণের দাবি

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০১৭, ১৯:০৭

শেরে বাংলা একে ফজলুল হকের জন্মস্থান ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হলো পৃথকভাবে তার জন্মদিন। এসময় সাতুরিয়ায় তার নামে বিশ্ববিদ্যালয় স্থাপন এবং শেরে বাংলার নামে পদ্মাসেতুর নামকরণের দাবিতে মানববন্ধন করা হয়।

বৃহস্পতিবার বিকালে সাতুরিয়া গ্রামের শের-ই বাংলা একে ফজলুল হক রিচার্স ইনস্টিটিউট চত্বরে এ মানববন্ধন এবং ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ সভাকক্ষে সাতুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা হয়।

শের-ই বাংলা একে ফজলুল হক রিচার্স ইনস্টিটিউট ও ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- ব্যবসায়ী তানবির আহম্মেদ।

এছাড়া তার মাতুলালয় ভবন চত্বরে ইউনিয়ন যুবলীগের সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। সভায় জেলা পরিষদ সদস্য সোবাহান খান প্রধান অতিথি ছিলেন।

ইউনিয়ন যুবলীগ সভাপতি মহারাজ হোসেনের সভাপতিত্বে এ সভা হয়।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :