‘ত্বকী হত্যার বিচার হলে নারায়ণগঞ্জে হত্যাকাণ্ড কম হতো’

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০১৭, ২০:২০

‘মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার হলে নারায়ণগঞ্জে হত্যাকাণ্ড কম হতো’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

মেয়র আইভী বলেছেন, ত্বকী হত্যার পরে অনেক হত্যার বিচার হয়েছে। দ্রুত অনেক হত্যার রায়ও হয়েছে। ত্বকী হত্যার পরেও নারায়ণগঞ্জে বেশ কিছু হত্যাকাণ্ড হয়েছে। খুনিদের গ্রেপ্তার করা হলে ত্বকী হত্যার বিচার হলে নারায়ণগঞ্জে হত্যাকাণ্ড কম হতো।’

বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে খেলাঘর আসরের উদ্যোগে শিশুস্বার্থবিরোধী সমাবেশে এসব কথা বলেন মেয়র আইভী।

আইভী আরো বলেন, নারায়ণগঞ্জের অনেক ইংলিশ মিডিয়ামসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে- তারা নিয়মিত শিক্ষার্থীদের সঠিক পাঠদান করেন না। তারা কখনো কখনো স্বৈরাচারী কাজ করেন।

আইভী শিশুদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা ছোট, তাই বলে অন্যায় সহ্য করবে না। তোমাদের বাবা-মাও ভুল করতে পারে, ভুল সিদ্ধান্ত নিতে পারে। তোমাদের উচিত এটাকে সাবলীলভাবে বাবা-মাকে বোঝানো যে তোমাদের কাজটি ভুল হচ্ছে অন্যায় হচ্ছে। সব অন্যায় মুখ বুঝে সহ্য করতে নেই। শত প্রতিকূলতার মধ্যে যারা পজেটিভ কাজ করে যাচ্ছে, তাদেরকেই সাহসী বলা হয়। তোমাদেরও এমন সাহসী হতে হবে। পজেটিভ চিন্তাভাবনা রাখতে হবে।

জেলা খেলাঘরের সভাপতি রথীন চক্রবর্তীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন খেলাঘরের কেন্দ্রীয় চেয়ারপারসন প্রফেসর মাহফুজা, কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার লায়লা হাসান, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি ও কেন্দ্রীয় কমিটির সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা শিশুস্বার্থ বিরোধী কর্মকাণ্ড পরিহার করার দাবি জানান।

বক্তব্য শেষে শহীদ মিনারের বেদিতে মঞ্চের সামনের সারিতে ১০ জন শিশুর গায়ে প্ল্যাকার্ড ঝুলিয়ে দেয়া হয়। ১০টি আলাদা প্লে-কার্ডে লেখা ছিল ‘শিশুহত্যা শিশু নির্যাতন-না, পাঠ্যবইসহ সর্বস্তরে সাম্প্রদায়িকতা-না, নিপীড়নমূলক শিক্ষা-না, ছুটির দিনে লেখাপড়া-না, সহিংসতায় শিশুর ব্যবহার-না, খেলারমাঠ ও শহীদ মিনারবিহীন বিদ্যালয়-না, বাল্যবিবাহ-না, খাদ্যে ভেজাল-না, মাদক-না, মুক্তি সংগ্রামের ইতিহাস বিকৃতকরণ-না।’

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :