রাকিব হত্যা মামলার আরেক আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ অক্টোবর ২০১৭, ১০:৪৭
ফাইল ছবি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি প্রবাসী রাকিব হোসেন হত্যা মামলার আসামি।

শুক্রবার ভোররাত তিনটার দিকে উপজেলার জয়নাবাজ এলাকার গড়াই নদীর পাড়ে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এরআগে গত ১৩ অক্টোবর একই মামলার আরেক আসামি শাহীন ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’নিহত হয়েছিলেন।

আনোয়ার হোসেন ওই উপজেলার নগর শাওতা গ্রামের আসমত আলীর ছেলে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চারটি গুলি, দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

কুমারখালীর চাপড়া ইউনিয়নের পাহাড়পুর স্কুলপাড়া গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে রাকিবুল মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে আসার পর গত ৫ অক্টোবর নিখোঁজ হন। এর তিন দিন পর ৮ অক্টোবর কুমারখালীর বাধবাজার এলাকায় কালী নদী থেকে রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। স্ত্রী ও ছোট ভাইয়ের পরকীয়ার জের ধরে ভাড়াটিয়া সন্ত্রাসীরা রাকিবুলকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়।

এ ঘটনায় রাকিবের বাবা মন্টু কুমারখালী থানায় একটি মামলা করেন। মামলার পর রাকিবুলের ছোট ভাই রকিবুল ইসলাম ও রাকিবুলের স্ত্রী নাইমা সুলতানা তিশাসহ পাঁচজনকে আটক করে। গ্রেপ্তার আসামিরা ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, রাকিব হত্যা মামলার অন্যতম আসামি আনোয়ারকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। অন্য আসামি ও অস্ত্র উদ্ধারের জন্য আনোয়ারকে নিয়ে পুলিশ উপজেলার জয়নাবাজ এলাকার গড়াই নদীর পাড়ে অভিযানে গেলে সন্ত্রাসীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

‘বন্দুকযুদ্ধের’ একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধের সময় পুলিশের চার সদস্য আহত হয়েছেন বলে দাবি পুলিশের।

ঢাকাটাইমস/২৭অক্টোবর/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :