ফরিদপুরে পঞ্চাশ হাজার সরকারি বই জব্দ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ অক্টোবর ২০১৭, ১৬:১৮

ফরিদপুর পৌর সভার মোল্লাবাড়ী সড়কের ভান্ডারী পেপার হাউসের গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি বিনামূল্যের বই উদ্ধার করেছে র‌্যাব-৮। এসময় তিনজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার গভীর রাতে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক রইস উদ্দিন জানান, গোপন সংবাদে ওই গুদামে অভিযান চালিয়ে মাধ্যমিক শ্রেণির আনুমানিক ৫০ হাজার সরকারি বিনামূল্যের পাঠ্যপুস্তক উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সাথে সংশ্লিষ্ট মো. আরমান শেখ, মো. একেন খাঁ ও মো. শাহিন হাওলাদারকে আটক করা হয়।

তিনি জানান, আটকদের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সজল কুমার শীল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুরে উপস্থিতিতে দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং আসামি মো. শাহিন হাওলাদার জেলা প্রাথমিক শিক্ষা অফিস, ফরিদপুর এর কর্মচারী হওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :