বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ২০:০৯ | প্রকাশিত : ২৭ অক্টোবর ২০১৭, ১৮:০২

ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সম্পর্ক উন্নয়নে বিজিবি-বিএসএফের যৌথ মহড়ার একদিন পরেই আবারও শাকিব হোসেন বাবু নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। ভারতের চ্যাংরাবান্দা সীমান্ত ও বাংলাদেশের বুড়িমারী সীমান্ত থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী এ যৌথ মহড়া বৃহস্পতিবার দুপুরে শেষ হয়।

জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত থেকে শুক্রবার ভোরে শাকিবকে আটক করে বিএসএফ। শাকিব বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ী গ্রামের আব্দুল মজিদের ছেলে।

বিজিবি জানায়, উপজেলার বুড়িমারী সীমান্তের ৮৪২ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব-পিলার সংলগ্ন এলাকায় শাকিব ঘোরাফেরা করছিল। এসময় ৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংবান্ধা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

এ ঘটনায় বিজিবি ও বিএসএফের ক্যাম্প কমান্ডার পর্যায়ে বুড়িমারী জিরো পয়েন্টে শুক্রবার সকালেই পতাকা বৈঠক হয়েছে। তবে, বৈঠকে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে ভারতের ২শ’ গজ ভেতরে প্রবেশ করায় তাকে আটক করে ভারতের মেকলিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোর্শেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :