নয় মাসে ব্র্যাক ব্যাংকের মুনাফা ৪০০ কোটি টাকা

অসংখ্য অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন হয়েছে: সেলিম আর. এফ. হোসেন

অর্থনীতি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ অক্টোবর ২০১৭, ১৮:৩৫

গত ৯ মাসে ব্র্যাংক ব্যাংকের ক্যাপাসিটি বেড়েছে। বেড়েছে প্রোডাক্ট। সেবার পরিধির ক্ষেত্রেও ইতিবাচক অগ্রগতি হয়েছে। ইতিবাচক এসব তথ্য জানিয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন বলেছেন, ‘এই সব কারণে এই সময়ের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক অবকাঠামো প্রকল্প সম্পন্ন করেছে। মার্জিন কমে যাওয়া ও কঠোর বাজার পরিস্থিতির পরও চলতি বছরের প্রথম ৯ মাসে আমরা ভাল ফলাফল অর্জন করেছি। এজন্য আমরা আনন্দিত।’

গতকাল ব্যাংকটির তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করেন তিনি। ২০১৭ সালের প্রথম নয় মাসে অর্থাৎ জানুয়ারি-সেপ্টেম্বরে পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় কন্সলিডেটেড ভিত্তিতে ব্র্যাক ব্যাংক লিমিটেডের কর পরবর্তী মুনাফা প্রবৃদ্ধি হয়েছে ৫০ শতাংশ।

কন্সলিডেটেড ভিত্তিতে জুলাই-সেপ্টেম্বর ২০১৭ সময়ে কর পরবর্তী মুনাফা হয়েছে ১৫৫.২০ কোটি টাকা যা পূর্ববর্তী বছরের একই সময়ে ছিল ৯১ কোটি টাকা। কন্সলিডেটেড ভিত্তিতে জানুয়ারি-সেপ্টেম্বরে ২০১৭ সময়ে কর পরবর্তী মুনাফা হয়েছে ৩৯৭.৩০ কোটি টাকা যা পূর্ববর্তী বছরের একই সময়ে ছিল ২৬৫.৬০ কোটি টাকা।

জুলাই-সেপ্টেম্বর ২০১৭ সময়ে কন্সলিডেটেড ভিত্তিতে শেয়ার প্রতি আয় বেড়ে হয়েছে ১.৭৬ টাকা যা পূর্ববর্তী বছরের একই সময়ে ছিল ১.০৩ টাকা। জানুয়ারি-সেপ্টেম্বরে ২০১৭ সময়ে কন্সলিডেটেড ভিত্তিতে শেয়ার প্রতি আয় বেড়ে হয়েছে ৪.৪২ টাকা যা পূর্ববর্তী বছরের একই সময়ে ছিল ৩.০২ টাকা।

৩০ সেপ্টেম্বর ২০১৭ এ শেয়ার প্রতি নেট এসেট ভ্যালু হয়েছে ২৯.৬৪ টাকা যা ২০১৬ সালের একই সময়ে ছিল ২৯.৬১ টাকা। এছাড়া ২০১৭ এর এপ্রিলে ২০% স্টক ডিভিডেন্ট ঘোষণা করা হয়।

তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশনার আয়োজনে দেশি-বিদেশি বিনিয়োগ বিশ্লেষক ও পুঁজি বাজার বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি ইন্টারনেটে সারসরি সম্প্রচার করা হয় যেখানে বিদেশি বিনিয়োগকারীরা সরাসরি প্রশ্ন করার সুযোগ পান।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সেলিম আর. এফ. হোসেন ব্যাংকের আর্থিক অবস্থা নিয়ে প্রেজেন্টেশন প্রদান করেন এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নানা প্রশ্নের উত্তর দেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ ফাইনান্সিয়াল অফিসার (সিএফও) আবদুল কাদের জোয়াদ্দার এবং উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সেলিম আর. এফ. হোসেন জানান, বাংলাদেশের অন্যান্য ব্যাংকের মধ্যে ব্র্যাক ব্যাংকই এই বছর পুঁজি বাজারে ১ বিলিয়ন মার্কিন ডলারের মার্কেট ক্যাপিটালাইজেশনের মাইলফলক অর্জন করেছে। এ অর্জনের মধ্য দিয়ে তারা দেশসেরা ব্যাংক হওয়ার অগ্রযাত্রায় আরো এগিয়ে গেলেনে। এর জন্যে গ্রাহক ও শেয়ারহোল্ডারদের সমর্থন ও পরামর্শ চান তিনি।

ঢাকাটাইমস/২৭অক্টোবর/টিএমএইচ

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :