ডিআরইউ’র সদস্যপদ পেলেন ১৫৭ সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০১৭, ১৭:৪৩

দেশের পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রাথমিক সদস্য হয়েছেন ১৫৭ জন। এর মধ্যে ২৩ জন স্থায়ী সদস্য এবং ১৩৪ জন সহযোগী সদস্য হয়েছেন।

ঢাকা রিপোর্টার ইউনিটির গঠনতন্ত্রের ০৬ ধারা অনুযায়ী গঠিত বাছাই কমিটির সর্বশেষ সভা কমিটির আহ্বায়ক ও ডিআরইউ সদস্য সচিব জিলানী মিলটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ নতুন সদস্য বাছাই করা হয়। সভায় ডিআরইউ’র গঠনতন্ত্রের ৩(১) ধারা অনুযায়ী ২৩ জনকে স্থায়ী সদস্য ও ৩(২) ধারা অনুযায়ী ১৩৪ জনকে সহযোগী সদস্য পদ দেয়ার সুপারিশ করা হয়েছে।

গঠনতন্ত্রের ৪(গ) অনুযায়ী সংগঠনের সদস্যরা সুপারিশকৃতদের বিষয়ে সাত দিনের মধ্যে আপত্তি বা মতামত দিতে পারবে। প্রাপ্ত মতামত বা আপত্তি বিবেচনাসহ সুপারিশকৃতদের সদস্যপদ প্রদানের কার্যনির্বাহী কমিটির সভায় চূড়ান্ত করা হবে।

বাছাই কমিটির সদস্যরা হলেন আবু দারদা যোবায়ের, তোফাজ্জল হোসেন, দিনার সুলতানা, নূরুল ইসলাম হাসীব, হাবীবুর রহমান ও সাইফুল ইসলাম।

২৩ স্থায়ী সদস্য

২৩ স্থায়ী সদস্য হলেন বাংলা টিভির দীপ আজাদ, তাপস কান্তি দাশ (নিউ এইজ), সামন হোসেন (মানবজমিন), এসএম সুলতান মাহমুদ রিপন (দৈনিক আলোকিত সময়), আদনান খান (নয়ন আদিত্য) (একাত্তর টিভি), তৌফিক মারুফ ও মোস্তক আহমেদ (কালের কণ্ঠ), ফজলুল করিম শাহীন (শাহীন করিম) ও মৃত্তিকা সাহা (মানবকণ্ঠ), মাসুদ মিয়া (আমাদের সময় ডটকম), আরিফুল ইসলাম রনি ও কাজী সাজিদুল হক (বিডিনিউজ২৪.কম), হাসান মাহমুদ (রাইজিং বিডি), বনানী মল্লিক (ডেইলি অবজারভার), দিলারা হোসেন (বাসস), বিউটি সমাদ্দার (বৈশাখী টিভি), এস এম ফেরদৌসুর রহমান (এটিএন নিউজ), এস এম আফসারুল ইসলাম ‘সুমন আফসার’ (বণিক বার্তা), এস এম নুর মোহাম্মদ (আমাদের অর্থনীতি), শরিফুল আলম ও মমিনুর রহমান (এটিএন বাংলা), ইমরুল আহসান জনি (এনটিভি) এবং তোফায়েল আহম্মদ (মাছরাঙ্গা টিভি)।

১৩৪ সহযোগী সদস্য

১৩৪ জন সহযোগী সদস্য হলেন- আকতারুজ্জামান ও শামীম আহমেদ (বাংলাদেশ প্রতিদিন), গোলাম মুজতবা ধ্রুব, ফারহান ফেরদৌস, তাবারুল হক (বিডিনিউজ২৪.কম), সিরাজুস সালেকিন, আব্দুল আলীম ও রোকনুজ্জামান পিয়াস (মানবজমিন), এমদাদুল হক মিলটন ও এস এম মিন্টু হোসেন (সকালের খবর), কিরণ সেখ, সুজন কুমার কৈরী ও মাসুদ আলম (আমাদের অর্থনীতি), নুরুজ্জামান মামুন, বাহরাম খান, মোজাম্মেল হক তুহিন ও রেবেকা সুলতানা (আজকালের খবর), আজিজুর রহমান ও শাহেদুল ইসলাম শাহেদ (ভোরের কাগজ), জেসমিন মলি ও তাসনিম মহসিন (বণিক বার্তা), রফিকুল ইসলাম (কালের কণ্ঠ), সানাউল হক সানী ও মোহাম্মদ মাসুক মিয়া (আমাদের সময়), ইসমাঈল হোসেন রাসেল (রাসেল আহমেদ) ও মোস্তফা ইমরুল কায়েস (আমারদিন), হক ফারুক আহমেদ ও হামিদ বিশ্বাস (যুগান্তর), মোহাম্মদ আসিফুর রহমান ‘কামরান সিদ্দিক’ ও সাখওয়াত হোসেন জয় (সমকাল), মো. ইয়াসিন রানা (যায়যায়দিন), এম এ মালেক ‘মালেক মল্লিক’ (ইনকিলাব), মহিউদ্দিন মাহমুদ ও মফিজুল ইসলাম ‘মাহফুজ সাদিক’ (বাংলানিউজ২৪.কম), সোহেল হোসেন পাটোয়ার, আ ন ম মহিবুব উজ জামান, মুন্সি ফিরোজ আল মামুন, এনামুল হাসান (ডেইলি সান), এস কে রেজা পারভেজ, আরিফুল ইসলাম পাইক ‘আরিফ সাওন’, মেহেদী হাসান ডালিম (রাইজিং বিডি), মাসুদ রানা, আরেফিন মাসুদ, সামসুন্নাহার বিনু, খালিদ আহসান ‘আহসান হাবীব’(বাংলাদেশ টেলিভিশন), আহাম্মদ পারভেজ খান (বাংলাদেশ পোস্ট), রহমত আল খন্দকার, রফিকুল ইসলাম (দিনকাল), জাহাঙ্গীর আলম, মো. মোস্তফা ‘মানিক মোহাম্মদ’, আবু সালেহ সায়াদাত (জাগো নিউজ২৪.কম), মো. ইব্রাহীম হোসাইন, সৌরভ রায় (দ্য রিপোর্ট২৪.কম), এনায়েত শাওন (দি ডেইলি অবজারভার), শামসুল ইসলাম, আলমগীর কবির (নয়া দিগন্ত), এম এ আহাদ শাহীন, ফারুক আলম (আমাদের সময় ডটকম), মঞ্জুরুল হক মাসউদ (নিউএইজ), জামিল খান (ডেইলি স্টার ), সুমন চৌধুরী (আজকের প্রভাত), জুবায়ের রহমান চৌধুরী (প্রতিদিনের সংবাদ), মেহেদী হাসান ও মুহাম্মদ রহমত উল্যাহ রহমান (অর্থসূচক), আবুল হাসনাত শাহীন, অমর হালদার অমিত (দৈনিক সংবাদ), সাদেক মাহমুদ পাভেল (দৈনিক খবরপত্র), এস এম খালিদ হোসেন (নতুন সময়.কম), শাফি উদ্দিন আহমদ (রেডিও ৭১), ডি এ আমিরুল ইসলাম অমর (জনতা), রফিকুল ইসলাম (ইউএনবি), ফররুখ বাবু (পরিবর্তন ডটকম) মাহফুজ সাদী ‘মাহফুজুর রহমান’ (করতোয়া), ইব্রাহীম আলী ‘ আলী ইব্রাহীম’ (বাংলাদেশ জর্নাল), ডি এম নাজমুল হোসাইন (শেয়ার বিজ), জয়নাল আবেদিন খান (নিউ নেশন), হাসান মাহমুন রিপন (বাংলাদেশ সময়), আবু জাকির (দি ইন্ডিপেন্ডেন্ট), এসএম শরিফুল ইসলাম (বিজনেস বাংলাদেশ), শায়লা রুখসানা দিনা ও ফারহানা পারভীন (বিবিসি), শেখ তৌফিকুর রহমান ওরিন (বিবার্তা২৪.কম), শাফিউল আল ইমরান (বাংলাদেশ টাইম.কম), হুজায়ফা মুহাম্মদ ‘আহমেদ জায়িফ’ (প্রথম আলো), কাওসার সেহেলী, ইরতিসাম আব্বাস মৌ ‘ ইরতিসাম নাসিম মৌ’, নূর হোসেন বিশ্বাস ‘নূর সিদ্দিকী’ (মাছরাঙা টিভি), এসএম আতিক হাসান (সংবাদ প্রতিদিন), মেহেদী হাসান, ইউসুফ আলী, ফারহানা ইয়াছমীন ‘জুঁথী’ (বৈশাখী টিভি), আমিনুল ইসলাম মল্লিক ও আকতার হোসেন (রেডিও ধ্বনি), সৈয়দ আহমেদ সালহ ‘সালেহীন’, এস এম যোবায়ের আলম, মোজাহিদুল ইসলাম ‘শুভ’, সাজেদুল ইসলাম (সময় টিভি), সোহেল রানা, আরাফাতুর রহমান, জুলহাস কবীর, মাসুদ মোস্তাহিদ (আরটিভি), ইমাম হাসান শুভ্র, জুনায়েদ শাহরিয়ার, সাদমান সাকিব (চ্যানেল ২৪), আনিসুর রহমান ‘সাব্বির’, মাহমুদুল আরেফিন (দীপ্ত টিভি), জসিম মিয়া, আফসানা জাহান নীলা (একুশে টিভি), সৌমিত্র মজুমদার, হাবিবুর রহমান, মিজান শাজাহান, মনিরুল ইসলাম ‘মনির মিল্লাত’ (একাত্তর টিভি), আহমদ আবু হেনা ‘অনিক’, মাহমুদ হাসান সাইরাস, আলী আহমেদ (জিটিভি), সাজ্জাদ হোসেন ‘সাজ্জাদ বিপ্লব’, খন্দকার দেলোয়ার জালালী (এসএটিভি), মাহফুজার রহমান (এটিএন নিউজ), এ এস এম আতিকুর রহমান, নাঈম হাসান, তামজিদুল ইসলাম (এনটিভি), ইমদাদুল্লাহ বাবু ও শফিকুল ইসলাম শামীম (এটিএন বাংলা), তানজিলা খানম সাথী ‘ তানজিলা নিঝুম’ (মোহনা টিভি), তাইমুর হাসান শুভ, আশিকুর রহমান শ্রাবণ ও ইমদাদুল হক (নিউজ ২৪), আরিফুল হক (বাংলাভিশন), সি এম আমিনুল মজলিশ (মাই টিভি), আফজালুর রহমান (চ্যানেল ৯), হাসিফ মাহমুদ শাহ (ইন্ডিপেন্ডেন্ট টিভি), আনোয়ার হোসেন (দেশ টিভি) এবং ইমামুল হক ‘শামীম’ (রেডিও টুডে)।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/টিএ/জেবি

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

বিশ্ববিদ্যালয়ের ১০ সাংবাদিককে বহিষ্কারের নিন্দা বিএফইউজের

ডিইউজে নির্বাচন: সোহেল-তপু সভাপতি, আকতার সম্পাদক

ঈর্ষান্বিত ও উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হচ্ছে ঢাকা টাইমস সম্পাদককে

শেরপুরের সাংবাদিক রানাকে কারাদণ্ডে সম্পাদক পরিষদের উদ্বেগ

নকলায় সাংবাদিককে কারাদণ্ড: আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ

এই বিভাগের সব খবর

শিরোনাম :