লাখ টাকার হিরো

অটোমোবাইল প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০১৭, ১৭:৫০

তরুণদের কাছে জনপ্রিয় বাহন মোটরসাইকেল। নাগরিক যানজট পেরিয়ে কর্মস্থল কিংবা শিক্ষা

প্রতিষ্ঠানে পৌঁছাতে তাদের বেশ ভোগান্তি পোহাতে হয়। কিন্ত তরুণদের হাতের মুঠোয় যদি থাকে বাইকের থ্রটল, তবে তাকে ঠেকায় কে? অলিগলি ঘুপছি পেরিয়ে সে ঠিকই পৌঁছাবে গন্তবে। তবে কথাটা হচ্ছে বাইক কেনার এই টাকা জোগার করাটা। কেননা, অনেক তরুণেরই বাইক কেনার স্বামর্থ্য নেই। কিংবা স্বামর্থ্যের বাইরে। এদের কথা চিন্তা করে বাজারে সাশ্রয়ী দামের বাইক এনেছে হিরো। কম দামের এই বাইকটির মডেল এইচএফ ডিলাক্স।

দেশে হিরো মোটরসাইকেলের পরিবেশক নিলয় মটরস লিমিটেড। প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিপণন

বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মুহাম্মদ কারুল হাসান ঢাকাটাইমসকে বলেন,‘শিক্ষার্থী, কর্মজীবী ও ব্যবসায়ীদের কথা চিন্তা করে হিরো বাজারে এনেছে এইচএফ ডিলাক্স মডেলের মোটরসাইকেল। এটি যেমন তেল সাশ্রয়ী তেমনি দামও হাতের নাগালে। মাত্র ১ লাখ ৯৯০টাকায় কেনা যাবে এফএফ ডিলাক্স। আছে কিস্তিতে কেনার সুবিধাও’।

মুহাম্মদ কারুল হাসান জানান, ৯৭.২ সিসি এপিডিভি ইঞ্জিন দ্বারা চালিত বাইকটি সেলফ স্টার্ট সমৃদ্ধ। এটি সর্বোচ্চ ৮.০৫ এনএম @ ৫০০০ আরপিএম টর্ক এবং ৬.১৫ কেডব্লিউ @ ৮০০০ হাজার আরপিএম শক্তি সম্পন্ন আউটপুট দেয়। এতে জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

বাংলাদেশে ক্যান্ডিব্ল্যাজিং রেড রঙের এইচএফ ডিলাক্স জনপ্রিয়।

প্রতি লিটার জ্বালানি পুড়িয়ে বাইকটি সর্বোচ্চ ৭০ কিলোমিটার পথ চলতে পারবে।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা