তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০১৭, ১৯:৪০

তাহিরপুরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪০জন আহত হয়েছেন। গুরুতর আহতদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকাল ৫টায় উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের নোয়ানগর গ্রামে সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলার পর তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানান, শনিবার দুপুরে নোয়ানগর গ্রামের হাফিজ উদ্দিন ও আলী আকবরের মধ্যে তাহিরপুর উপজেলা পরিষদে সালিশ বৈঠক হয়। বৈঠক শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনেই আলী আকবর গ্রুপের আল আমিন (২২) কে মারপিট করে গুরুতর আহত করে অপর পক্ষ। এ ঘটনার জের ধরেই বিকাল ৫টায় নোয়ানগর গ্রামে পুনরায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী এ সংঘর্ষ বাধে। সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা হলেন- আলী আকবর গ্রুপের সাদ্দাম হোসেন (২৫), ভূলন মিয়া (৩৬), জিয়াউর রহমান (৩২), আরিফ মিয়া (১৯), আবিদ হাসান (২৮), রেনু মিয়া (৩৮), ইনচান মিয়া (২৮), নজরুল ইসলাম (২৪), আল আমিন (২২), রাহুল (২১)।

হাফিজ উদ্দিনের পক্ষের আহতরা হলেন- হাফিজ উদ্দিন (৫৫) তার স্ত্রী ললিতা বেগম (৫০), স্বপন মিয়া (২৫), খেলন মিয়া (২৬), ওয়াসিম মিয়া (২৬), মিরাজ উদ্দিন (২৮), গিয়াস উদ্দিন (৫০), মাহবুব মিয়া (১৬), রেজাউল (১৫) ও রাহুল মিয়া (১৮)। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষই মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :