‘মেয়র ঝন্টু মনোনয়ন পাননি, বিভ্রান্তি ছড়াচ্ছেন’

রংপুর ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০১৭, ২০:০৪

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য এবং রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র মনোনয়ন প্রত্যাশী চৌধুরী খালেকুজ্জামান অভিযোগ করে বলেছেন, ‘আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ এখনো কাউকে মনোনয়ন দেয়নি। অথচ রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু নিজেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বলে যে ঘোষণা দিয়ে পোস্টার-ফেস্টুন এবং মিষ্টি বিতরণ করে বেড়াচ্ছেন তাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘ভবিষ্যতে মেয়র মহোদয় এমন গর্হিত কাজ করবেন না। এটা আওয়ামী লীগের জন্য অত্যন্ত দুঃখজনক। কারণ এতে সাধারণ কর্মী এবং ভোটাররা হতাশ। এমন অবস্থা চলতে থাকলে সাধারণ ভোটারদের নৌকার পক্ষে ভেড়াতে দুর্ভোগ পোহাতে হবে।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আমাকেও তো কাজ করে যেতে বলা হয়েছে। তার মানে কী আমি আওয়ামী লীগের মনোনীত। না, তা নয়।’

শনিবার দুপুরে রংপুর মহানগরীর রাজা রামমোহন ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু- এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খালেকুজ্জামান দাবি করেন, আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে পেছন থেকে যে তিনজন লোক কাজ করে গেছেন এর মধ্যে তিনি একজন।

খালেকুজ্জামান জানান, এখন পর্যন্ত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে কাউকে মনোনয়ন দেয়া হয়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্ধৃত করে চৌধুরী খালেকুজ্জামান বলেন, এখনো কাউকে মেয়র মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। দল মনোনয়ন দিলে নির্বাচনে অংশ নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করবেন বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/আরআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :