ইথিওপিয়ার ফুড ফেস্টিভ্যালে বাংলাদেশ

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০১৭, ২০:৪৮

বাংলাদেশের বাইরে নতুন বাজারের সন্ধানে পূর্ব আফ্রিকার অন্যতম জনবহুল দেশ ইথিওপিয়ার ফুড ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে বাংলাদেশের প্রথমসারির খাদ্য ও পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান সজীব গ্রুপ। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে ১০তম আন্তর্জাতিক ট্রেড এক্সপোতে চার দিনের (২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর) এই মেলায় বিশ্বের ৫৫টি দেশের প্রায় ২৮০টি কোম্পানি অংশগ্রহণ করেছে।

বাংলাদেশ থেকে একমাত্র সজীব গ্রুপই ব্যক্তিগত উদ্যোগে এই মেলায় অংশ নিয়েছে।

মেলা সম্পর্কে কোম্পানির জেনারেল ম্যানেজার (রপ্তানি) কাজী আব্দুর রহমান জানান, দেশীয় পন্যের নতুন বাজার সৃষ্টি এবং রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধির জন্য বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য মেলাগুলোতে অংশগ্রহণ মূল লক্ষ্য। সেই সাথে বহির্বিশ্বের বাজারে আমাদের উৎপাদিত পণ্যের পরিচিতি, আমাদের পণ্যের স্বাদ তাদের কাছে উপস্থাপন করা এবং বাংলাদেশের সুস্বাদু আমের তৈরি ম্যাংগো জুসের পরিচিতির সেতুবন্ধন তৈরি করা।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :