রাজশাহীর শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ কর্মকর্তা রায়হান

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০১৭, ২০:৪৮

রাজশাহীর শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন জেলার তানোর থানায় কর্মরত উপ-পরিদর্শক আবু রায়হান। কমিউনিটি পুলিশিংকে গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে বিশেষ অবদান রাখায় তাকে এই সম্মান দিল পুলিশ বাহিনী।

শনিবার দুপুরে কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত সমাবেশে এই পুলিশ কর্মকর্তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। সমাবেশের প্রধান অতিথি রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন তার হাতে ক্রেস্ট তুলে দেন।

জেলার পবা থানা চত্বরে আয়োজিত ওই সমাবেশে জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঁঞা ও পুলিশের রাজশাহী রেঞ্জ অফিসের এসপি আবদুস সালাম বিশেষ অতিথি ছিলেন।

শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ কর্মকর্তা নির্বাচিত হওয়ায় তারা এসআই আবু রায়হানকে অভিনন্দন জানান।

এসআই আবু রায়হান ১৯৯৪ সালে বিএ পরীক্ষার্থী থাকা অবস্থায় কন্সটেবল পদে পুলিশ বাহিনীতে যোগ দেন। চাকরির ফাঁকে তিনি চালিয়ে যান পড়াশোনাও। পরে পদোন্নতি পেয়ে সহকারী উপ-পরিদর্শক হন। এরপর আরেক পদোন্নতিতে হন এসআই। আবু রায়হান বগুড়ার কাহালু উপজেলার সরদারপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিন সরদারের ছেলে।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :