‘বড় নিউজ সৃষ্টির জন্য’ হামলা করেছে ছাত্র-যুবদল: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ১৮:৪৯ | প্রকাশিত : ২৯ অক্টোবর ২০১৭, ১২:৩৭

কক্সবাজার অভিমুখে রওয়ানা হওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বহরে হামলার দায় অস্বীকার করেছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন, বিএনপিরই সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলের কর্মীরাই এই হামলা করেছে। আর এর উদ্দেশ্য ছিল প্রচার।

রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করতে যাওয়ার পথে ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে রবিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের। এ সময় তিনি এই মন্তব্য করেন।

শনিবার ঢাকা থেকে দলীয় নেতা-কর্মী এবং গণমাধ্যম কর্মীদের নিয়ে কক্সবাজারের পথে রওয়ানা হন বিএনপি নেত্রী। বিকালের পর ফেনীতে এই বহরে হামলা হয়। হামলাকারীরা গণমাধ্যমকর্মী বহনকারী একাধিক গাড়ির কাঁচ ভেঙে দেয়। এই ঘটনায় কয়েকজন আহতও হয়।

বিএনপি এই হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে। তাদের দাবি, হামলাকারীরা সবাই চিহ্নিত আর তাদের ছবিও গণমাধ্যমে এসেছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের উচিত ছিল হামলাকারীদের দল থেকে বহিষ্কার করা। সেটা না করায় প্রমাণ হয়েছে আওয়ামী লীগ সন্ত্রাসীদের লালন করছে।

রবিবার সকালে চট্টগ্রামের একটি হোটেলে সংবাদকর্মীদের ফখরুল বলেন, ‘গোটা জাতির কাছে এটা এখন পরিষ্কার যে তারা বিএনপি চেয়ারপারসনের ওপর হামলা চালিয়েছে। ...কিন্তু সরকার ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে।’

কয়েক ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বড় নিউজ সৃষ্টির জন্য বিএনপিই সুপরিকল্পিত নিজেদের গাড়িবহরে হামলা চালিয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমার কাছে খবর আছে ছাত্রদল ও যুবদলের মাধ্যমে এই ঘটনা ঘটিয়ে ছাত্রলীগ ও যুবলীগের ওপর দায় চাপানো হয়েছে।’

‘বিএনপি সদস্য সংগ্রহ থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে তাদের নিজেদের লোকদের মধ্যকার সংঘর্ষের খবরও আপনারা জানেন।’

খালেদা জিয়ার আকাশ পথে কক্সবাজার যাওয়া উচিত ছিল বলেও মনে করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তিনি কেন সড়ক পথে যাবেন। ছয়দিনে তিনি আসবেন যাবেন। ওই সড়কে যানজট থাকবে এ কারণে। তিনি বিমানে গেলে ৩০ মিনিট সময় লাগতো।’

আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। খালেদা সরকারের সময় আমাদেরকে চট্টগ্রামে সার্কিট হাউজের ভিভিআইপি রুম ব্যবহার করতে দেয়া হয়নি। কিন্তু আমরা সেটা করিনি।’

ঢাকাটাইমস/ ২৯অক্টোবার/এমএম/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :