চিরিরবন্দরে কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেল শিশুর

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ অক্টোবর ২০১৭, ১৫:৫৮

দিনাজপুরের চিরিরবন্দরে ওষুধ বহনকারী কাভার্টভ্যানচাপায় ফারজানা নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।

রবিবার বেলা ১১টার দিকে উপজেলার রাণীরবন্দর-চিরিরবন্দর সড়কের রাণীপুর দোবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফারজানা তার বাবার হাত ধরে রাস্তা পার হওয়ার সময় কাভার্টভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ফারজানাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীরবন্দর ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসক ফারজানাকে মৃত বলে ঘোষণা করে।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারেসুল ইসলাম।

এ ঘটনায় উত্তেজিত জনতা ওষুধ বহনকারী কাভার্টভ্যান ও চালককে আটক করে নশরতপুর ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :