ইস্কাটনে জোড়া খুন

এমপি-পুত্র রনির মামলায় যুক্তিতর্ক ১৫ নভেম্বর

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ অক্টোবর ২০১৭, ১৮:২৮

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় এমপি পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে মামলায় আগামী ১৫ নভেম্বর যুক্তিতর্কের শুনানির দিন ঠিক করেছে আদালত।

আজ রবিবার মামলাটিতে আত্মপক্ষ সমর্থনের শুনানির পর ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আবু সালেহ উদ্দিন যুক্তিতর্কের তারিখ ধার্য করেন।

এদিন বিচারক মামলাটিতে আসামি রনির বিরুদ্ধে আসা সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করার পর তার কাছে জানতে চান তিনি দোষী না নির্দোষ। জবাবে কারাগার থেকে আদালতে উপস্থিত রনি নিজেতে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। পরে বিচারক আগামী ১৫ নভেম্বর যুক্তিতর্কের শুনানির দিন ঠিক করেন।

এর আগে গত ১৮ অক্টোবর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ায় আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য ২৯ অক্টোবর দিন ধার্য করেছিল আদালত।

২০১৬ সালের ৬ মার্চ এই মামলা থেকে রনির অব্যাহতির আবেদন নাকচ করে আদালত চার্জ গঠন করেন। এর আগে ২০১৫ সালের ২১ জুলাই ডিবি পুলিশ রনির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

জোড়া খুন মামলায় বখতিয়ার আলম রনিকে তিন দফায় ১০ দিনের রিমান্ড শেষে ২০১৫ সালের ২ জুলাই আদালত তাকে কারাগারে পাঠান। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

২০১৫ সালের ১৩ এপ্রিল রাত পৌনে দুইটার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে রনি এলোপাতাড়ি গুলি ছুড়লে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম ওই বছরের ১৫ এপ্রিল অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে রমনা থানায় একটি হত্যা মামলা করেন। এরপর ৩০ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে বখতিয়ার আলম রনিকে আটক করে ডিবি পুলিশ।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/আরজেড/মোআ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

এই বিভাগের সব খবর

শিরোনাম :