চবির ‘সি’ ইউনিটে পাসের হার ৩৯ শতাংশ

চবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ অক্টোবর ২০১৭, ১৯:৪১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পাসের হার ৩৯ শতাংশ। এই ইউনিটে মোট ৪৮৮টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন ১২ হাজার ৫৮০ জন। এর মধ্যে চার হাজার ৯০০ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তির নিজস্ব ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তিন দিনের মধ্যেই এ ফল প্রকাশ করলো প্রশাসন।

ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করে ‘সি’ ইউনিট প্রধান ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব বলেন, ১২ হাজার ৫৮০ জন পরীক্ষা অংশ নিয়েছিল। তবে উত্তীর্ণ হয়েছে চার ৯০০ শিক্ষার্থী। শতকরা পাসের হার ৩৯ শতাংশ হলেও ভর্তি হতে পারবে শুধু ৪৮৮ জন।

তিনি আরও বলেন, প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তায় চবির উত্তরপত্র মূল্যায়ন করা হয়। সে অনুসারে প্রথমে চবি ও পরবর্তী সময়ে ঢাবি ক্রস চেকিংয়ের মাধ্যমে চূড়ান্ত ফলাফল প্রণয়ন করে তা আজ প্রকাশ হয়।

প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার বিস্তারিত ফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের (admission.eis.cu.com) ওয়েবসাইটে জানা যাবে।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :