কিশোরগঞ্জে ক্ষতিগ্রস্ত ১৫ ব্যক্তি পেলেন ঢেউটিন ও অর্থ

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ অক্টোবর ২০১৭, ১৯:৫৭

কিশোরগঞ্জ সদর উপজেলায় অগ্নিকাণ্ড ও অন্যন্যা দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ ব্যক্তিকে দুই বান্ডিল করে ঢেউটিন ও ছয় হাজার করে নগদ অর্থ দেয়া হয়েছে।

রবিবার বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তার কার্যালয়ে এসব ত্রাণ বিতরণ করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করীম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোখলেছুর রহমানসহ বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ গণ্যমান্য লোকজন।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ জানান, সম্প্রতি জেলা সদরের বিভিন্ন এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ও অগ্নিকাণ্ডে ১৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৩০ বান্ডিল ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের ২০% রিচার্জ হতে প্রাপ্ত মানবিক সহায়তা কর্মসূচির অনুকূলে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিনামুল্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :