ডিপজলের দ্বিতীয় অপারেশন আজ

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ০৮:৫২ | প্রকাশিত : ৩০ অক্টোবর ২০১৭, ০৮:৪৭

আবারও অপারেশন করা হচ্ছে বাংলা চলচ্চিত্রের সাবেক খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে। সিঙ্গাপুরের একটি হাসপাতালে আজ (সোমবার) তার ওপেন হার্ট সার্জারি করানো হবে বলে জানিয়েছেন ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ার। রবিবার এক ফেসবুক স্ট্যাটাসে এই খবর জানান ওলিজা।

ফেসবুকে তিনি লেখেন, ‘আল্লাহর রহমত ও সিঙ্গাপুরের হাসপাতালের চিকিৎসকদের প্রচেষ্টায় এক মাস বিশ্রামের পর বাবার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে বাবার ওপেন হার্ট সার্জারির প্রস্তুতি চলছে। বাবাও প্রস্তুত। সোমবার অপারেশন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। যেন তার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। বাবা যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।’

এর আগে গত ২৫ সেপ্টেম্বর প্রথম দফায় অস্ত্রোপচার হয় ডিপজলের শরীরে। তার হার্টের রক্তনালীতে একাধিক ব্লক ধরা পড়ায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অপারেশন করে রিং পরানো হয় তাকে।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন ডিপজল। সেসময় দ্রুত তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য পরদিন বুধবার বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে ডিপজলকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। ডিপজলের সঙ্গে সিঙ্গাপুর যান তার স্ত্রী জবা ও মেয়ে ওলিজা মনোয়ার।

সেই থেকে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন ভিলেন থেকে নায়ক বনে যাওয়া ডিপজল। অসুস্থ থাকার কারণে তার বহুল আলোচিত ছবি ‘দুলাভাই জিন্দাবাদ’ এর কোনো অনুষ্ঠানেই থাকতে পারেননি তিনি। এটিই ডিপজল অভিনীত শেষ ছবি। ছবিটিতে দুলাভাই চরিত্রে অভিনয় করেছেন ডিপজল।

ঢাকাটাইমস/৩০অক্টোবর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

তৃতীয় বিয়েটা কবে করবেন আমির খান? প্রশ্ন শুনে যা হলো

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :