নৌঘাঁটির মসজিদে বোমা হামলার আসামি ঝিনাইদহে গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৬:৩১ | প্রকাশিত : ৩০ অক্টোবর ২০১৭, ১৪:৪৬

চট্টগ্রামে ঈশা-খাঁ নৌঘাঁটির মসজিদে বোমা হামলা মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি বাবলু রহমান ওরফে বাবুকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার সকাল ৮ টার দিকে জেলা শহরের আরাপপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাবলু সাতক্ষীরা জেলার তালা থানার বারইখালী গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি জেএমবির সরোয়ার-তামিম গ্রুপের সদস্য।

সকাল ১১ টার দিকে র‌্যাব-৬ এর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে কোম্পানি অধিনায়ক মেজর মনির আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলা শহরের আরাপপুর বাসস্টান্ডে অভিযান চালিয়ে বাবলুকে গ্রেপ্তার করা হয়।

২০১৫ সালের ১৮ ডিসেম্বর চট্টগ্রাম ঈশা খাঁ নৌঘাঁটির মসজিদে জুম্মার নামাজের সময় দুইটি বোমা হামলা হয়। এতে ২৪ জন মুসল্লি আহত হয়। এ ঘটনায় একটি মামলা করা হয়। চলতি বছরের ২৫ আগস্ট পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। ওই মামলায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক দুইজনের মধ্যে বাবলুকে গ্রেপ্তার করা হলো।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে বাবলু জানিয়েছেন তিনি জেএমবির সরোয়ার-তামিম গ্রুপের সদস্য এবং বোমা হামলার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :