সাবেক এমপির কারাদণ্ড: শৈলকুপায় হরতাল ডেকেছে বিএনপি

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ অক্টোবর ২০১৭, ১৭:১১

অবৈধ সম্পদ অর্জনের মাধ্যমে দুর্নীতির দায়ে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি), বিএনপির কেন্দ্রীয় সদস্য ও শৈলকুপা উপজেলা সভাপতি আব্দুল ওহাবকে আট বছরের সশ্রম কারাদণ্ড দেয়ার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) শৈলকুপা উপজেলায় আধাবেলা হরতালের ডাক দিয়েছে উপজেলা বিএনপি।

শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু জানান, সাবেক সংসদ সদস্য আব্দুল ওহাবকে মিথ্যা মামলায় কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা উচ্চ আদালতে আপিল করব। এ ঘটনার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার শৈলকুপায় সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত হরতাল আহ্বান করা হয়েছে।

প্রসঙ্গত, ২০০৮ সালের ২৪ নভেম্বর দুদক সমন্বিত কার্যালয়, যশোরের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে আব্দুল ওহাবের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন। পরে ২০০৯ সালের ৪ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক নাছির উদ্দিন আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে যশোরের বিশেষ জেলা জজ নিতাই চন্দ্র সাহার আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় এ রায় ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :