এরশাদের দেশে ফেরা একদিন পেছাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ অক্টোবর ২০১৭, ২০:০৪

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সোমবার সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দেশে ফেরার কথা থাকলেও তা একদিন পিছিয়েছে। শারীরিক পরীক্ষার জন্য চিকিৎসকের পরামর্শে এই সিদ্ধান্ত নেন জাপা চেয়ারম্যান।

আগামীকাল সন্ধ্যা ৬টার ফ্লাইটে এরশাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান।

রাজ্জাক খান বলেন, 'আজ সন্ধ্যা ৬টায় স্যারের দে‌শে আসার কথা ছি‌ল। কিন্তু ডাক্তার আজ শারী‌রিক প‌রীক্ষার জন্য সময় দিয়ে‌ছেন বাংলাদেশ সময় বিকাল ৩টায়। মূ‌লত এজন্যই দেশে ফেরার সময় প‌রিবর্তন হ‌য়ে‌ছে। মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ‌ফো‌নে আমাদেরকে এক কথা জানিয়েছেন।’

গত ১৬ অক্টোবর স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান জাপা চেয়ারম্যান। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মেজর (অব.) মো. খালেদ আখতার, উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. শফিকুল ইসলাম সেন্টু।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/এএকে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :