জামাই হত্যার ১১ দিন পর শ্বশুরের লাশ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ অক্টোবর ২০১৭, ২০:১৪
ফাইল ছবি

রাজবাড়ীতে জামাই হত্যার ১১ দিনের মাথায় শ্বশুর সোবহান মোল্যার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ২টার দিকে রাজবাড়ী জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে একটি জঙ্গলের মধ্যে গাছের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় সোবাহানের লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে সোমবার রাজবাড়ী সদর থানায় ডায়েরি করা হয়েছে।

সদর থানার এসআই রঞ্জন কুমার বিশ্বাস জানান, গত ১৮ অক্টোবর রাতে সোবাহানের মেয়ে রুবি বেগমের স্বামী কলা ব্যবসায়ী জিল্লুরকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যা মামলায় তার আপন ভগ্নিপতি হিরুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে সে জিল্লুর হত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে। যার ফলে মামলার তদন্ত কাজ অনেকটা এগিয়েছে। রিমান্ড শেষে গত রবিবার আদালতে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন জমা দেয়া হয়েছে। কিন্তু প্রতিবেদন জমা দেয়ার দিনই বসন্তপুর এলাকার এক জঙ্গল থেকে জিল্লুরের শ্বশুর সোবাহানের লাশ পাওয়া যায়।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- সোবাহান আত্মহত্যা করেছেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সোবাহান মোল্লার বড় ভাই মনিরদ্দিন মোল্লা জানান, রবিবার সকালে জামাই জিল্লুর হত্যার ব্যাপারে সোবাহানের থানায় যাবার কথা ছিল। কিন্তু রবিবার সকাল ৯টার দিকে গোসল করতে বের হয়ে আর ঘরে ফেরেনি সোবাহান। সারাদিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। রাত ৯টার দিকে স্থানীয় ইউপি সদস্যসহ ৩০/৪০ জন লোক বাড়ির পাশের একটি নির্জন জঙ্গলের গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

তিনি আরও জানান, সোবাহানের মেয়ে রুবির ঘরে চারটি মেয়ে সন্তান রয়েছে। জামাই হত্যার পর মেয়ে ও নাতনিদের নিয়ে অনেক দুঃশ্চিন্তায় ছিলেন তিনি। এছাড়াও সোবাহান গত একমাস আগে এনজিও থেকে মোটা অংকের টাকা লোন নিয়ে ছেলেকে সৌদি আরব পাঠান। কিন্তু ছেলে সেখানে গিয়ে এখনো ভালো কাজ পায়নি। এসব মিলিয়ে মানসিক দুঃশ্চিন্তার কারণেও সোবাহান আত্মহত্যা করতে পারে বলেও ধারণা করছে এলাকাবাসী।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :