চবির 'ডি' ইউনিটের ফল প্রকাশ

রায়হান উদ্দিন, চবি প্রতিনিধি
 | প্রকাশিত : ৩০ অক্টোবর ২০১৭, ২১:২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেীণতে ভর্তি পরীক্ষার ‘ডি’ ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) ফল প্রকাশিত হয়েছে। পাসের হার ২১ শতাংশ। মোট ১১৪৮টি আসনের বিপরীতে ৩৩ হাজার ৪০২ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। তবে উত্তীর্ণ হয়েছে সাত হাজার শিক্ষার্থী।

সোমবার বিকালে ‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ‘ডি’ ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) প্রধান ও অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন বলেন, ৩৩ হাজার ৪০২ জন শিক্ষার্থী ডি ইউনিটে অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে সাত হাজার শিক্ষার্থী। তবে ভর্তি হতে পারবে শুধুমাত্র এক হাজার ১৪৮ জন শিক্ষার্থী।

পরীক্ষার ফলাফল ‘ডি’ ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটের (http://admission.eis.cu.ac.bd) মাধ্যমে জানতে পারবেন।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :