নোয়াখালীতে ওষুধ কারখানায় সিলগালা

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ অক্টোবর ২০১৭, ২২:০৪

নোয়াখালীর সদর উপজেলা চরমটুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে একটি অবৈধ ও নকল ওষুধ কারখানাকে সিলগালা করে দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় ঘটনায় জড়িত থাকায় ছয়জনকে আটক করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে ওষুধ কারখানাটি সিলগালা করা হয়। আটকদের পরিচয় জানা যায়নি।

র‌্যাব জানায়, বিকালে চরমটুয়া ইউনিয়নের খরিদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত আলাক্সা ফার্মাসিটিকাল নামে ওষুধ কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানায় কোন বৈধ লাইসেন্স ও আমেরিকা, ইংল্যান্ড এবং ভারতসহ বিভিন্ন দেশের ওষুধের ব্যান্ড নকল করে তৈরির অপরাধে কারখানা থেকে ছয়জনকে আটক এবং বিপুল পরিমাণ নকল ওষুধ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইয়াছিন আরাফাতের উপস্থিতিতে কারখানাটি সিলগালা করে দেয়া হয়।

র‌্যাব-১১, লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) সিনিয়র এএসপি জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/৬অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :