ফ্রান্সে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ অক্টোবর ২০১৭, ২২:৩৮

ফ্রান্সে জাতীয়তাবাদী যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ফ্রান্স যুবদল আয়োজিত রবিবার বিকালে লা কর্ণব ওভারবিলস্থ বিডি সেন্টারে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় ফ্রান্স যুবদলের নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেয়া হয়।

বক্তারা বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে গণতন্ত্রকে রক্ষা করতে হবে। আগামী দিনে প্রতিটি আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পুলিশ কিংবা কোন সন্ত্রাসী বাহিনীর ভয়ে মেজর জিয়ার আদর্শের সৈনিকেরা থমকে যায় না।

বক্তারা বলেন, এই সরকার অবৈধভাবে, অগণতান্ত্রিক উপায়ে, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে দেশের মানুষের উপর নির্যাতন, নিপীড়ন চালাচ্ছে। তাদের প্রতি দেশের জনগণের কোন সমর্থন নেই। তাই যুবদলের সকল নেতাকর্মীকে শহীদ জিয়ার আদর্শে আদর্শিত হয়ে ঐক্যবদ্ধ ভাবে দলকে সুসংগঠিত করতে হবে এবং আগামী দিনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ডাকে ভ্যানগার্ডের ভূমিকায় উন্নীত হতে হবে।

সংগঠনের সভাপতি নাসিম আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ আহমদ এবং আব্দুল হাসিবের যৌথ পরিচালনায় এ সময় অনুষ্ঠানে অতিথি ছিলেন- তৃণমূল বিএনপি ফ্রান্সের সভাপতি ইকবাল হোসেন আলী, সহ সভাপতি সাইদুল ইসলাম, ফ্রান্স বিএনপির সাবেক সহ সভাপতি ইসহাক কাজল, ফ্রান্স যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রব রানা, সাংগঠনিক সম্পাদক আল মামুন, তৃণমূল বিএনপি ফ্রান্সের সহ সাংগঠনিক সম্পাদক রফিক আহমদ, যুবদল নেতা আশিক মাহমুদ, শওকত মাহমুদ, নাজমুল ও সয়েফ প্রমুখ।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :