ইতালিতে ক্রিকেটারদের বিজয় উৎসব

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ০০:০৭ | প্রকাশিত : ৩০ অক্টোবর ২০১৭, ২২:৫৯

ফুটবলের ইতিহাসে রেকর্ডসংখ্যক বার বিশ্বকাপ জয়ী ইতালিতে ক্রিকেটারদের বিজয় উৎসব হয়েছে। ইতালির ক্রীড়া সংস্থা কর্তৃক পরিচালিত ইতালিয়ান ক্রিকেট লীগে চ্যাম্পিয়ান হয়েছে প্রবাসী বাংলাদেশিদের ক্লাব ডিপেন্টার্স।

রবিবার এ উপলক্ষে রোমের একটি চাইনিজ রেস্তোরাঁয় বিজয় উৎসবের আয়োজন করে ক্লাবের খেলোয়াড়রা।

এতে প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি মোঃ ইদ্রিস ফরাজী, বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, অল ইউরোপ বাংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, ক্রীড়া সংস্থা ইতালির সভাপতি নজরুল ইসলাম মাঝি, ক্রীড়া সংস্থা ইতালির প্রতিষ্ঠাতা সদস্য আবু সাইদ খান, শরিয়তপুর জেলা সমিতির সভাপতি আঃ রব ফকির, মাসিক স্বাধীন বাংলা পত্রিকার উপদেষ্টা এম এ রব মিন্টু, ইতালি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন বি,বাড়িয়া জেলা সমিতির ইতালির সাধারণ সম্পাদক শেখ মামুন।

আমন্ত্রিত অতিথিরা ইতালিতে প্রবাসী বাংলাদেশিরা ক্রিকেটে যাতে আরো উন্নতি করতে পারে তার সব প্রকার সহযোগিতার আশ্বাস দেন এবং তারা আরো বলেন, দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সরকারের সহযোগিতা কিভাবে পাওয়া যায় সে ব্যাপারে রোমস্থ দূতাবাস কর্মকর্তাদের সাথে যোগাযোগ করবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ইতালি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাবীব মকদম, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মাসুদ রানা, চট্টগ্রাম সমিতির মহিলা সম্পাদিকা শামীমা পপি, সমাজ সেবক কামরুল ইসলাম, সাইফুল সহ আরো অনেকে।

ইতালিতে বাংলাদেশি বিভিন্ন কমিউনিটিগুলো এগিয়ে আসলে ফুটবলের দেশ ইতালিতে ক্রিকেট খেলার মাধ্যমে বাংলাদেশকে চিনবে নতুনভাবে এমনটাই প্রত্যাশা খেলোয়াড়দের।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :