চুয়াডাঙ্গায় একসঙ্গে তিন কন্যাসন্তান প্রসব

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০১৭, ১৪:৫৩

চুয়াডাঙ্গায় একসঙ্গে তিনটি কন্যা শিশুর জন্ম দিয়েছেন নাজমিন নাহার রজনী নামে এক মা। মঙ্গলবার ভোরে শহরের একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ানের মাধ্যমে এসব শিশুদের ভূমিষ্ঠ করা হয়।

প্রসূতি নাজমিন নাহার রজনী চুয়াডাঙ্গা সদর উপজেলার হাড়োকান্দি গ্রামের শান্ত আলীর স্ত্রী। বর্তমানে শিশু তিনটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রসূতি নাজমিন নাহার রজনীর অস্ত্রপচারকারী চিকিৎসক চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. আকলিমা খাতুন জানান, দীর্ঘদিন ধরে ওই প্রসূতি বাচ্চা ধারনে অক্ষম ছিলেন। পরে চিকিৎসা নেয়ার পর তিনি বাচ্চা ধারন করেন।

মঙ্গলবার ভোররাতে হঠাৎ প্রসব বেদনা উঠলে সিজারিয়ানের মাধ্যমে একসঙ্গে তার তিনটি কন্যা সন্তান প্রসব করানো হয়। শিশু তিনটি ও তার মা বর্তমানে শঙ্কামুক্ত আছেন।

এদিকে একসাথে জন্ম নেয়া তিনটি শিশুকে দেখতে উৎসুক জনতার ভীড় জমাচ্ছে।

ঢাকাটাইমস/৩১অক্টোবর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :