দুদকের মামলায় তিন চিকিৎসক কারাগারে

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০১৭, ১৫:০৮

প্রায় ৭৫ লাখ টাকা আত্মসাতের মামলায় তিন চিকিৎসককে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

দুর্নীতি দমন বিশেষ ট্রাইব্যুনালের সিনিয়র স্পেশাল জজ হোসেন শহীদ আহমেদ সোমবার সন্ধ্যায় এ আদেশ দেন।

অভিযুক্ত চিকিৎসকরা হলেন- দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. আবু বকর সিদ্দীক, উপ-পরিচালক ডা. সিদ্দিকুর রহমান ও ডা. এবি, এম. ইকবাল।

জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. আব্দুল করিম জানান, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন মেশিনারি যন্ত্র ক্রয়ে দুর্নীতির কারণে এ মামলা হয়। মামলার আসামিরা বিভিন্ন সময়ে দায়িত্বে থেকে নিম্নমানের মেশিনারি সরঞ্জামাদি ক্রয় করে সরকারের ৭৪ লাখ ৯৮ হাজার টাকা আত্মসাৎ করেন। ১৯৯৫ সালের ২৯ আগস্ট দুদকের সহকারী পরিচালক আমিরুল ইসলাম বাদী হয়ে চারজনের বিরুদ্ধে এ মামলা করেন।

সোমবার বিকালে আসামিরা জামিন চেয়ে আদালতে স্বশরীরে হাজির হলে আদালত হাসপাতালের ঠিকাদার মখসেদুল ইসলামের জামিন মঞ্জুর করে ওই তিন চিকিসৎসক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. আবু বকর সিদ্দীক, উপ-পরিচালক ডা. সিদ্দিকুর রহমান ও ডা. এবি, এম. ইকবালকে জামিন না মঞ্জুর করে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. হাসান আলী।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মঙ্গলবার ওই তিন চিকিৎসকের জামিন নেয়ার জন্য আদালতে প্রক্রিয়া চলছিল।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :