কিশোরী আত্মহত্যা প্ররোচনায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০১৭, ১৫:২৬

নেত্রকোণায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের মারপিটের অপমান সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন এক কিশোরী। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ঘটনার পরপরই পালিয়ে যাওয়া ইউপি সদস্যকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

কিশোরী হচ্ছেন- সদর উপজেলার মৌগাতী ইউপির নাটেরকোণা গ্রামের জয়নাল মিয়ার মেয়ে হাফছা খাতুন (১৬)।

ইউপি সদস্য হচ্ছেন- মৌগাতী ইউপির দুই নাম্বার ওয়ার্ডের সদস্য ও একই গ্রামের বাসিন্দা ডেন্ডু মিয়া ওরফে ডেন্ডু মেম্বার।

নেত্রকোণা মডেল থানার পরিদর্শক আমীর তৈমুর ইলী মামলার বরাত দিয়ে জানান, ডেন্ডু মেম্বার গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় তার ভাগ্নি জামাতা জয়নালের কাছ থেকে এক লাখ টাকা ধার নেন। বার বার তাগাদা দেয়াসহ দীর্ঘদিন পেরিয়ে গেলেও এই টাকা ফেরত দেননি ডেন্ডু মেম্বার। সর্বশেষ গত রবিবার পাওনা টাকা চাওয়ায় ডেন্ডু মেম্বার ক্ষিপ্ত হয়ে জয়নাল মিয়া, তার স্ত্রী মঞ্জুরা খাতুন, মেয়ে হাফছাকে মারপিট করেন। এ কষ্ট ও অপমান সইতে না পেরে হাফছা সোমবার দুপুরে বিষপানে আত্মহত্যা করেন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে ডেন্ডু মিয়াকে আসামী করে কিশোরীর মা মঞ্জুরা খাতুন বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে থানায় মামলা করেছেন। ডেন্ডু মিয়াকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানান পরিদর্শক।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :